এই বছরটা বেশ ভালোই কাটছে বিরাট কোহলির। একে তো বাবা হওয়ার আনন্দ তারপর আইপিএলে আরসিবির সাফল্য। এবার প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ন’হাজার রানের মালিক কোহলি।
গতকাল দিল্লী ক্যাপিটালসের ম্যাচে এই নজির গড়লেন তিনি। আইপিএলে তিনি সব চেয়ে বেশি রানের মালিক আগেই ছিলেন। ১৮২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫,৫৪৫ রান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরেশ রায়নার থেকে প্রায় দুশো রান এগিয়ে ব্যাঙ্গালোর ক্যাপ্টেন। এ বার টি ২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেললেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড রানের মালিক হলেন তিনি।
দিল্লীর বিরুদ্ধে নামার আগে ৯ হাজার রান থেকে ১০ রান কম ছিল কোহলির। সোমবার ব্যাঙ্গালোর ক্যাপ্টেন করেন ৩৯ বলে ৪৩ রান। আর এই ইনিংস খেলার পথেই ন’হাজার রান পূর্ণ করে ফেলেন তিনি। যদিও আজ তাঁর দল জেতেনি।