গত ম্যাচে কেকেআর বধের পর এবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন দিল্লী ক্যাপিটালসের তারকা পেসার এনরিক নর্ৎজে। এমনিতে আইপিএলের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লী যত না জিতেছে, তার চেয়ে হেরেছে বেশি। এখনও অবধি ২৩ বার সাক্ষাৎ হয়েছে দু’টো টিমের। তার মধ্যে মাত্র আটটা ম্যাচ জিততে পেরেছে দিল্লী। তাছাড়া এবার বিরাটের আরসিবিকে দেখাচ্ছেও দুর্ধর্ষ।
ব্যাটিংয়ে বিরাট কোহলি, এবি ডে’ভিলিয়ার্সের সঙ্গে চলতি বছর জুড়ে গিয়েছেন অ্যারন ফিঞ্চ, দেবদূত পারিক্কলরা। গত ম্যাচেই ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন কোহলি। তাই আজ আরসিবির বিরুদ্ধে নামার আগে বলে দিয়েছেন নর্ৎজে বলেছেন, “লড়াইটা জমবে। আরসিবির ব্যাটিং লাইন আপটা বেশ ভাল। বড় বড় কিছু নাম আছে। কিন্তু আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলি, বিরাটদের হারিয়ে দিতেই পারি। কারণ টিম হিসেবে আমরাও কম কিছু নই।”
শনিবার ইয়ন মর্গ্যান এবং ত্রিপাঠি ঝড়ে যখন শেষ দিকে ম্যাচ ফিরছে কেকেআর, তখনই দিল্লীকে ম্যাচে ফিরিয়ে আনেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। আউট করেন মর্গ্যানকে। শারজার ছোট মাঠে ৩ উইকেট নেন ৩৩ রান দিয়ে। এই বিষয়ে নর্ৎজে বলেছেন, “আমি শুধু খুশি এই কারণে যে, ম্যাচটা আমরা জিতেছি বলে। ছেলেরা সত্যি ভাল বল করেছে। হয়তো দু’একটা ওভার কেকেআরের পক্ষে গিয়েছে। কিন্তু প্ল্যানটা আমাদের সব মিলিয়ে বেশ ভাল ছিল।”