হাথরস কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। অথচ আশ্চর্যজনকভাবে চুপ প্রধানমন্ত্রী মোদী। দেশ-বিদেশের প্রতিটা ঘটনায় যিনি নিজের মন্তব্য জানাতেন, তিনি হাথরস নিয়ে একটি টুইট অবধি করে উঠতে পারেননি কেন? সোমবার এই প্রশ্নই তুলল কংগ্রেস। তাদের বক্তব্য, হাথরসের ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর ভণ্ডামি ধরা পড়া গিয়েছে।
কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘এত দিন দেশ-বিদেশের প্রতিটি ঘটনায় নিজের মতামত জানাতেন মোদীজি। কিন্তু হাথরসের হৃদয়বিদারক ঘটনায় এখনও নীরব রয়েছেন তিনি। আপনার কী হয়েছে মোদীজি? সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র কোথায় গেল? হাথরাসের ঘটনায় ভণ্ডামি বেরিয়ে পড়েছে। এ বার বরং নতুন স্লোগান তৈরি করুন, মুখ বন্ধ রাখো ভারত, কণ্ঠস্বর চেপে রাখো।’
তবে বিরোধী শিবির থেকে লাগাতার প্রশ্নবাণ ধেয়ে এলেও, হাথরস নিয়ে এখনও পর্যন্ত নীরবতাই পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে উত্তরপ্রদেশে পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন বলে জল্পনা রাজনৈতিক মহলে। এমনকি হাথরস-কাণ্ডে যোগীর সিবিআই তদন্তের সুপারিশ করার পিছনেও কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে।
গত শনিবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় বিজেপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে তোপ দেগে কংগ্রেস বলেছিল, ‘হাথরসে এত বড় পাপ ঘটে গেল। তার পরেও বিজেপির বিবেক জেগে উঠল না। এটা রামরাজ্য নাকি রাবণরাজ্য? বিবেকের হুলে বিদ্ধ হন না আপনারা?’