নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি শুরু হয়েছে। বইছে ঠান্ডা হাওয়াও। গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে এখনই গুমোট গরমের হাত থেকে নিস্তার নেই। তবে আজ আবহাওয়া সারাদিন বেশ মনোরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। এর ফলে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে। এছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আপাতত অবস্থান করছে নিম্নচাপ। উড়িষ্যা উপকূলে এর মারাত্মক প্রভাব পড়বে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের পাশাপাশি উড়িষ্যা উপকূলে রয়েছে একটি জোড়ালো ঘূর্ণাবর্তও। এর প্রভাবে আগামী কয়েকদিন উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে। সব জেলারই বিক্ষিপ্ত অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।