মহামারী আবহেই জেইই অ্যাডভান্সের পরীক্ষা হয়েছে। আজ ফলও প্রকাশ হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি মিলল না। এদিনই পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন জমা পড়েছে দিল্লী হাই কোর্টে। তা নিয়ে শিক্ষামন্ত্রকে নোটিস পাঠাল দিল্লী হাই কোর্ট।
আজ প্রকাশিত হয়েছে জেইই-এর ফলাফল। সর্বভারতীয় এই প্রবেশিকায় প্রথম স্থান অর্জন করেছেন পুনের চিরাগ ফ্যালর। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ২৭ সেপ্টেম্বর প্রায় এক লক্ষ পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিলেন। মোট ২২২টি শহরে ১০০১ সেন্টারে পরীক্ষা হয়েছিল। এদিন আইআইটি দিল্লি অল ইন্ডিয়া র্যাংকিংও স্কোরকার্ড প্রকাশ করেছে। এই পরীক্ষায় উত্তীর্ণরা আইআইটি, আইআইএসসি,ইত্যাদি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন।
কিন্তু ফলপ্রকাশের পরও কেন এমন নোটিশ পাঠানো হল? জানা গেছে দিল্লী আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জেইই অ্যাডভান্স পরীক্ষার দিন তাঁর ছেলেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রায় ৪৫ মিনিট হেনস্তা করা হয়। তাই নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রককে নোটিশ পাঠিয়েছে দিল্লী হাই কোর্ট।