নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে নামছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রতিবাদ বিক্ষোভে হরিয়ানায় আজ থেকে দু’দিনের ট্র্যাক্টর র্যালি করবেন কংগ্রেস সাংসদ। হরিয়ানার কুরুক্ষেত্র এবং কারনাল জেলায় হবে দু’দিন ব্যাপী এই র্যালি।
প্রসঙ্গত, এর আগে পাঞ্জাবে তিন দিনের ট্র্যাক্টর র্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। রবিবারই তিন দিনের সফরে পাঞ্জাবে পৌঁছেছেন তিনি। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে একাধিক ট্র্যাক্টর র্যালির পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাহুল গান্ধী পাঞ্জাবের দেবীগড় দিয়ে হরিয়ানায় ঢোকার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে কংগ্রেসের হরিয়ানা ইউনিটের বিধায়ক এবং সিনিয়র নেতারা দিল্লীতে বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন হরিয়ানায় কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা বিবেক বনসাল, রাজ্য কংগ্রেস সভাপতি কুমারি সেলজা, লিডার অফ অপোজিশন ভূপেন্দর সিং হুডা এবং প্রবীণ নেতা কিরণ চৌধুরি ও অজয় সিং যাদব।
কুমারি সেলজা জানিয়েছেন, ‘রাহুল গান্ধীর সফর কৃষকদের লড়াইয়ে মাইলস্টোন হতে চলেছে। আগামী ৬ এবং ৭ অক্টোবর দু’দিনের হরিয়ানা সফরে আসবেন তিনি। প্রথমদিন ওঁর র্যালি হবে হরিয়ানার পেহোওয়াতে। পাঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার পরিকল্পনা রয়েছে। পেহোওয়াতেই তিনি সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এখান থেকেই তিনি রওনা দেবেন কুরুক্ষেত্রের উদ্দেশ্যে। সেখানেই রাত্রিবাস করবেন। পরের দিন সকালে পিপলি মান্ডি থেকে তাঁর র্যালি শুরু হবে। গন্তব্য নিলোখেরি। সেখান থেকে তিনি যাবেন কারনালে। এখানেই শেষ হবে ট্র্যাক্টর র্যালি।’ তিনি আরও বলেন, ‘ঠিক যেমন শনিবার হাথরসে গিয়ে নির্যাতিতার দলিত পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের যন্ত্রণা ভাগ করে নেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী, ঠিক তেমনই এই রাজ্যে এসে তিনি কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। সরকারের কোনও ইচ্ছা বা সময় নেই এই মানুষগুলোর যন্ত্রণার কথা শোনার বা বোঝার।’ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডা বলেন, রাহুল গান্ধী হরিয়ানা যাচ্ছেন এই কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।