আজ কলকাতা পুরসভায় ওয়েভার স্কিমের উদ্বোধন করলেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। আর তাতেই একদিনে ১ কোটি ১৪ লক্ষ টাকা ঢুকল পুরসভার কোষাগারে। সূত্রের খবর, সোমবার অথবা মঙ্গলবার থেকে অনলাইনেও ওয়েভার স্কিমের সুবিধা নিতে পারবেন শহরের নাগরিকরা। কলকাতা শহরে যেখানে পুরসভার কর জমা কেন্দ্র রয়েছে, সেখান থেকেই মিলবে আবেদনপত্র।
আগামী ৮ মাস অর্থাৎ চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন নাগরিকরা। এই প্রকল্পে প্রথম পাঁচ মাস একলপ্তে বকেয়া কর কেউ জমা দিলে তিনি জরিমানা এবং সুদের ওপর ১০০ শতাংশ ছাড় পাবেন। পরবর্তী আরও তিন মাস পর্যন্ত যদি কেউ বকেয়া কর জমা করেন তা হলে জরিমানা ৯৯ শতাংশ এবং সুদের ওপর ৬০ শতাংশ ছাড় পাবেন। ফিরহাদ জানান, এই প্রকল্পে পুরসভার কোষাগারে একলপ্তে অনেক অর্থ আসবে।
তবে এই স্কিমে নথিভুক্ত হওয়ার শেষ সময়সীমা এই বছরের ৩১ ডিসেম্বর। প্রথম পাঁচ মাস অর্থাৎ পয়লা অক্টোবর থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত একলপ্তে বকেয়া কর কেউ জমা করলে তিনি পেনাল্টি এবং সুদের ওপর ১০০ শতাংশ ছাড় পাবেন। ফিরহাদ হাকিম বলেন, “এটা ঠিক যে একটা বড় অংশের রাজস্ব ক্ষতি হবে পুরসভার। তবে বহু বছর ধরে যাঁরা কর জমা করেননি, কোনও সমস্যায় রয়েছেন, তাঁরা এই স্কিমের ফলে সুবিধা ভোগ করবেন। মানুষের স্বার্থে আগামী দিনে এভাবে কাজ করবে কলকাতা পুরসভা।”