বিগত কয়েকদিনের মত রবিবারেও কিছুটা নামল দেশে করোনা ভাইরাসের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৭৫ হাজারের কিছু বেশি। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। এর পাশাপাশি সামান্য কমেছে মৃতের সংখ্যাও। তবে গতকালই করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লক্ষ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারতে অনেকটাই নেমেছিল গ্রাফ। দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছিল ৭০ হাজারে। মৃত্যু হয়েছিল ৭৭৬ জনের। ওই দিনই প্রথম সেপ্টেম্বর মাসে একদিনে করোনায় মৃতের সংখ্যা হাজারের নীচে নামে। মোট সুস্থতার সংখ্যা ৫১ লক্ষ ছাড়িয়ে যায়। তার আগের দিনও আগের তুলনায় কমেছিল দেশে দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছিলেন ৮২,১৭০ জন। মৃত্যু হয়েছিল ১,০৩৯ জন রোগীর।
তবে বুধবার আবার কিছুটা ওঠে করোনা গ্রাফ। একদিনে ৮০ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়। মৃত্যু হয় ১১০০-রও বেশি মানুষের। বৃহস্পতিবার সেই ঊর্ধ্বগতিই বজায় থাকে। দৈনিক সংক্রমণ ৮৬ হাজার পেরিয়ে যায়। মৃত্যু হয় আরও ১১০০-রও বেশি মানুষের। তবে ফের স্বস্তি মেলে শুক্র ও শনিবার। শুক্রবার সংক্রমিত হন ৮১,৪৮৪ জন। আর শনিবার সংক্রমণের সংখ্যা ৮০ হাজারের নীচে নামে। এই নিম্নগতিই অব্যাহত রয়েছে আজ।
রবিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫,৮২৯ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৪০ জনের। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৫,৪৯,৩৭৩ জন। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৯,৩৭,৬২৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৫,০৯,৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২,২৬০ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৪.১৩ শতাংশ। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০১,৭৮২।