মিতব্যয়ী। অযথা খরচের বোঝা কমিয়ে রাজ্যের আর্থিক ভিত মজবুত করেছে বাংলার সরকার। গত আর্থিক বছরের আয়ব্যয়ের হিসাব দেখে মমতার সরকারকে এমনই প্রশংসাসূচক সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ। শুধু তাই নয়, তারা জানিয়েছে, বাংলার কাজের এই পদ্ধতিকেই মডেল করে এগোতে হবে অন্যান্য রাজ্যকেও।
২০১৯-২০২০ আর্থিক বছরে রাজ্য সরকার যা আয় করেছে, তার থেকে ব্যয় কম। উপরন্তু খরচ নিয়ন্ত্রিত। যার জন্যই প্রশংসাসূচক কথাগুলি লিখে রাজ্যের অর্থ দপ্তরকে সম্প্রতি চিঠি দিয়েছেন ক্যাগের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (প্রশাসন) রাহুল কুমার। দপ্তর সূত্রে খবর, তিনি জানিয়েছেন, ক্যাগের দপ্তরে মমতা সরকারের এই সাম্প্রতিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আয়ব্যয়ের হিসাব মিলিয়ে দিয়েছে রাজ্য সরকার। আয়ের অনেকটাই তারা গচ্ছিত রাখতে পেরেছে। এ সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটেও তুলে দেওয়া হয়েছে।
ক্যাগ সাধারণত রাজ্যের খরচের অডিট করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচের নমুনা তুলে ধরে বিঁধে থাকে। কিন্তু এক্ষেত্রে তেমন কোনও ঘটনা কার্যত নেই। যে প্রসঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্রও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল গোটা দেশের কাছে উদাহরণ তুলে ধরেছে। স্বচ্ছতা বজায় রেখে আর্থিক লেনদেন থেকে কর দেওয়া, এমনকী, তথ্য আদানপ্রদানের মতো সমস্ত সরকারি কাজ ডিজিটাইজড করেছি। তারই প্রশংসা করেছে ক্যাগ।