রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। বলেছিলেন, করোনা আবহের মধ্যে বাচ্চাদের স্কুলে নিয়ে এসে কোনওরকম বিপদ বাড়াতে চায় না সরকার। এবার সেই স্কুল খোলা নিয়ে এখন সরকারের কোনও ভাবনাই নেই বলে পরিষ্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানালেন, স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকার কালীপুজোর পর ভাবনাচিন্তা করবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অর্থাত্ কালীপুজো পর্যন্ত যে স্কুল বন্ধ থাকবে, সেটাই এদিন নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে স্কুল খুললে সবাইকে কী কী স্বাস্থ্য বিধি মানতে হবে, তার একটি নির্দেশিকা তৈরি করে ফেলেছে সরকার। স্কুল খুললে একসঙ্গে সব ক্লাস শুরু হবে, নাকি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস আগে শুরু হবে, তা নিয়েও শুরু হয়েছে বিস্তর আলোচনা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন,স্কুল নিয়ে কালীপুজোর পর ভাবা যাবে। এখন ভাবা যাচ্ছে না। কারণ করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
এদিকে, স্কুলে পঠন-পাঠন চালু না হলেও, সেখানে পৌঁছে গিয়েছে মাস্ক-স্যানিটাইজার। সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা আবহে মাস্ক দেওয়া হবে মিড ডে মিলের চাল-আলুর সঙ্গে। সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। অভিভাবকদের স্কুলে এসে তা সংগ্রহ করতে হবে। প্রসঙ্গত, দীর্ঘ ৬ মাস ধরে স্কুল বন্ধ। সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা অনলাইন নিৰ্ভর। পরীক্ষা পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে। সূত্রের খবর, আগামী ডিসেম্বরের আগে কলেজ-বিশ্ববিদ্যালয়েও শুর হচ্ছে না শিক্ষাবর্ষ।