সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ অনুসন্ধান করার পর রিপোর্ট জমা দিল এইমস। রিপোর্টটি খতিয়ে দেখার পর সিবিআই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। কি রয়েছে সেই রিপোর্টে, তা জানতে মরিয়া সকলে। তবে সুশান্তের শরীরে কোনও জৈব বিষ পাওয়া যায়নি বলা হলেই তাতে খুনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এইমসের চিকিৎসকদের একটি দল সুশান্ত সিংহ রাজপুতের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের পুনর্মূল্যায়ণ করেছেন। ভিসেরা নমুনার অবশিষ্ট ২০ শতাংশের সাহায্যে তাঁরা অনুসন্ধান করেছেন সুশান্তের মৃত্যুরহস্য। সুশান্ত আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছিল সেই সংক্রান্ত একটি চূড়ান্ত রিপোর্ট ২২ সেপ্টেম্বর জমা পড়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই রিপোর্ট জমা না পড়ায় বিস্তর ক্ষোভ তৈরি হয় অনুরাগী মহলে।
এদিকে, অভিনেতার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পারিবারিক আইনজীবী বিকাশ সিং। তাঁর দাবি যে আত্মহত্যা নয়, শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে এবং এ ব্যাপারে এইমসের চিকিৎসকরাও দু’শো শতাংশ নিশ্চিত বলে মনে করছেন তিনি।