বিশ্বে করোনা সংক্রমণের ঘটনা দিন দিন বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। মঙ্গলবার বিশ্বজুড়ে এই মারণ ভাইরাসের থাবায় মৃতের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত তিন মাসে কোভিডে আক্রান্ত হয়ে বিশ্বে করোনার বলি হয়েছেন অন্তত ৫ লক্ষ মানুষ। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা সবথেকে বেশি।
বিশেষত, এই তিন দেশে বিশ্বের মোট মৃত্যুর প্রায় ৪৫ শতাংশ ঘটনা ঘটেছে।
রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, প্রতি ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারাচ্ছেন গড়ে কমপক্ষে ৫,৪০০ জন। অর্থাৎ বিশ্বে প্রত্যেক ঘণ্টায় ২২৬ জন এবং প্রতি ১৬ সেকেন্ডে ১ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে।
বর্তমানে বিশ্বে এই মহামারীর ভরকেন্দ্রে পরিণত হয়েছে ভারত।
গত কয়েক সপ্তাহে বিশ্বে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটছে ভারতে। সেপ্টেম্বরের শুরু থেকে এদেশে প্রতিদিন গড়ে প্রায় ৮৭ হাজার ৫০০ জনের বেশি নতুন সংক্রমণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এ বছরের শেষের দিকেই আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।