কেন্দ্রের নতুন কৃষি আইন। রাজ্যের নতুন জমি অধিগ্রহণ আইন। দুই আইনের বিরুদ্ধে কর্নাটকে পথে নামলেন হাজার হাজার কৃষক। বিক্ষোভ দেখানোর ‘অপরাধে’ ৫০০ জন কৃষককে গ্রেফতার করেছে ইয়েদুরাপ্পার পুলিশ।
দক্ষিণ ভারতের শহরগুলির মধ্যে একমাত্র বেঙ্গালুরুতেই কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন। এদিন কয়েকশ কৃষক টাউন হলের সামনে বিক্ষোভ দেখান। আরও কয়েকশ কৃষক শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। কর্নাটকে ফার্মার্স ফেডারেশনের প্রধান কে চন্দ্রশেখর বলেন, ‘সরকার কৃষকদের মিথ্যা কথা বলছে। নরেন্দ্র মোদী মিথ্যাবাদী। আমাদের রাজ্যে বি এস ইয়েদুরাপ্পা সেই মিথ্যাগুলিরই পুনরাবৃত্তি করে চলেছেন।’
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দিন বলেন, ‘একটা বিষয় পরিষ্কার। নরেন্দ্র মোদী এবং বি এস ইয়েদুরাপ্পা, দু’জনেই কৃষির পক্ষে ক্ষতিকারক।’ পরে তিনি বলেন, ‘কৃষকরা আন্দোলনে নেমেছেন। এই সরকার কৃষক ও শ্রমিকের বিরোধী। তারা শয়তানি করে কৃষকদের কণ্ঠরোধ করতে চায়।’
কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের কথায়, ‘জমি অধিগ্রহণ বিলে একটা খুব খারাপ সংশোধনী আনা হয়েছে। চাষিদের থেকে যাতে জমি কিনে নেওয়া যায়, সেজন্য সরকার চেষ্টা করছে। তারা চাষিদের দাস বানিয়ে রাখতে চায়। আমরা সর্বশক্তি দিয়ে এই সংশোধনীর বিরোধিতা করব।’