সদ্য সংসদে পাশ হওয়া কৃষি বিল নিয়ে গোটা দেশেই বিক্ষোভ অব্যাহত। গতকাল সেই বিলে সই করে সেটিকে আইনে রূপান্তরিত করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই হরিয়ানা, পাঞ্জাব-সহ গোটা দেশের সঙ্গে প্রতিবাদে সংহতি জানিয়েছেন বাংলার কৃষকরাও। কিন্তু কৃষিবিলের সমর্থনে রাস্তায় নামার কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। সেই অনুযায়ী সোমবার সিঙ্গুরে কেন্দ্রের নয়া কৃষি বিলের সমর্থনে মিছিল করতে গিয়ে কৃষকদেরই বাধার মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখালেন চাষিরা, উঠল ‘গো ব্যাক’ ধ্বনিও।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। অবস্থা বেগতিক বুঝে পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন মিছিল শুরু হওয়ার আগেই কয়েকশো চাষি ওই মিছিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। পোস্টার-স্লোগানে নিজেদের প্রতিবাদ বুঝিয়ে দিচ্ছিলেন কৃষকরাও।
বিক্ষোভ পেরিয়ে নির্দিষ্ট সময়ের প্রায় আধ ঘণ্টা পর মিছিল শুরু হলেও কিছু সময় পরে ফের দু’পক্ষের মধ্যে জোর বচসার সৃষ্টি হয়। ‘লকেট চট্টোপাধ্যায় গো ব্যাক’, ‘কৃষক বিরোধী এই বিল মানছি না, মানব না’ স্লোগান ওঠে দিকে দিকে। চাষিদের প্রত্যেকেই বলেন, সিঙ্গুরের কোনও কৃষক এই বিল মানবে না। এই আইন কৃষকদের জীবন শেষ করে দেবে বলে অভিযোগ তাঁদের।
উল্লেখ্য, একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে গোটা দেশজুড়েই কৃষিবিল নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে, তখন বসে থাকছে না গেরুয়া শিবিরও। এ রাজ্যের বিজেপি সূত্রে খবর, রাজ্য সরকারের কৃষক নীতির বিরুদ্ধে জেলায় জেলায় প্রচারে নেমেছে তাঁরা। শুধু তাই নয়, কেন্দ্রের কৃষিবিল যে কৃষক বিরোধী নয়, তাও বোঝানো হচ্ছে বলে দাবি বঙ্গ বিজেপি নেতাদের। সিঙ্গুরের মতো জায়গায় যেভাবে বিজেপি নেতৃত্বকে কৃষকদেরই বিরোধিতার মুখে পড়তে হচ্ছে, তা বঙ্গ নেতাদের কাছে যথেষ্টই চিন্তার বিষয়।