রাষ্ট্রপতির সইয়ের কৃষি বিল এখন আইনেও পরিণত হয়ে গিয়েছে। তবে তার পরও এই নয়া আইনের বিরুদ্ধে জোট প্রতিবাদ চলছে পাঞ্জাব-হরিয়ানায়৷ দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের মধ্যেও এই বিলকে ঘিরে ক্ষোভের সঞ্চার হচ্ছে৷ এই আবহেই ফের কৃষকদের অধিকার নিয়ে সরব হলেন কংগ্রেসের রাহুল গান্ধী৷
মোদী সরকারকে তীব্র নিশানা করে টুইটারে রাহুল লেখেন, ‘সংসদের ভিতরে ও বাইরে নিষ্পেষিত করা হচ্ছে কৃষকদের আওয়াজ’৷ টুইটে তিনি ফের লেখেন, এই কৃষি বিল হল কৃষকের মৃত্যু পরোয়ানা৷ সংসদের ভিতরে ও বাইরে নিষ্পেষিত করা হচ্ছে কৃষকদের আওয়াজ৷ এরপরই একটি খবরের কাট আউট পোস্ট করেন তিনি৷
উল্লেখ্য, দেশের অধিকাংশ কৃষক সংগঠন ও বিরোধীরা বিভিন্ন রাজ্যে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে এই তিন কৃষি বিলের পাস হওয়াকে কেন্দ্র করে৷ বিরোধীদের দাবি ছিল বিতর্কিত এই কৃষি বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক৷ তবে তা না করেই ধ্বনিভোটের মাধ্যমে তড়িঘড়ি পাশ করিয়ে দেওয়া হয় এই বিলটিকে৷ আর তারপরেই একজোট হয়ে এর প্রতিবাদ করেন বিরোধীরা। গোটা দেশ জুড়ে পথে নেমেছেন কৃষকরাও।