সাম্প্রতিক অতীতে একাধিক এনকাউন্টারের ঘটনায় উঠে এসেছে উত্তরপ্রদেশ পুলিশের নাম। অপরাধ করলে গুলি খেয়ে মরতে হবে। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার দু’মাসের মাথায় এমন ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ। তার পর থেকে ছ’হাজারেরও বেশি এনকাউন্টার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই এনকাউন্টারে আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১২৫ জনের। তাই “আমাকে মারবেন না” এমন প্ল্যাকার্ড ঝুলিয়ে আত্মসমর্পণ করল দুষ্কৃতী।
কাঠখোট্টা চেহারা। এক গাল পাকা দাড়ি। থানার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে সে। তার গলায় ঝুলছে একটি বোর্ড। সেখানে লেখা, ‘‘আমি ভুল কাজ করেছি। সম্ভল পুলিশের ভয়ে ভীত। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। আত্মসমর্পণও করছি। দয়া করে আমাকে গুলি করে করবেন না।’’
রবিবার এই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলের নাখাসা থানাতে। নইম নামের ওই দুষ্কৃতী এ ভাবেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। এই ঘটনার ছবি রবিবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে সম্ভল পুলিশ।
নাকাসা থানার স্টেশন হাউস অফিসার ধর্মপাল সিংহ জানিয়েছেন, নইমকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নইমকে খুঁজে দিতে পারলে ১৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু এনকাউন্টারের ভয়ে সে এ দিন সে নিজেই আত্মসমর্পণ করল।