ইউজিসি-র গাইডলাইন মেনে আগামী নভেম্বর থেকেই রাজ্যে শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ৷ কিন্তু নির্দিষ্ট কোন দিন থেকে তা শুরু হবে, আগামী রবিবার সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওইদিন ইউজিসি-র জারি করা গাইডলাইন নিয়ে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেলা একটা থেকে শুরু হবে সেই বৈঠক৷
বৈঠকে ইউজিসির ক্লাস শুরু নিয়ে যে গাইডলাইন জারি হয়েছে তা নিয়ে আলোচনার পাশাপাশি ছাত্র ভর্তি প্রক্রিয়া এখন কতদূর পর্যন্ত গেল? কবে ভর্তি প্রক্রিয়া শেষ হবে প্রস্তুতি কতটা তা নিয়েও আলোচনা হবে বৈঠকে। শিক্ষামন্ত্রী ও উপাচার্যরা ছাড়াও সেই বৈঠকে থাকবেন উচ্চশিক্ষা সচিব-সহ দফতরের আধিকারিকরা। ওই বৈঠকেই মূলত একপ্রকার নিশ্চিত হয়ে যাবে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে কবে থেকে ক্লাস চালু হবে৷ যদিও ইউজিসি জানিয়েছে ৩০ অক্টোবরের মধ্যে যেসব প্রতিষ্ঠান ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারবে না, তারা ১৮ নভেম্বর থেকে ক্লাস শুরু করতে পারে ৷
ইউজিসি-র ক্লাস শুরুর গাইডলাইন নিয়ে আপাতত কোনও দ্বন্দ্বে যেতে চাইছে না রাজ্য। বরং উপাচার্যদের মতামতকেই অগ্রাধিকার দিতে চলেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। অন্তত গত বুধবার সেই ইঙ্গিতই দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইউজিসির ক্লাস শুরু এবং শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে প্রস্তাবিত গাইডলাইন নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিন বলেছিলেন, “ইউজিসির শিক্ষাবর্ষ শুরু নিয়ে গাইডলাইন দেখেছি। উপাচার্যদের মতামত চাওয়া হবে। উপাচার্যদের মতামত শুনেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব।” সেই মতোই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের এই বিষয়ে কী মতামত, তা জানতেই রবিবারের বৈঠক৷