জঙ্গীদের লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু কাশ্মীরের অনন্তনাগে বৃহস্পতিবার রাত থেকেই চলছিল তল্লাশি অভিযান৷ তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গীরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীও৷ নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ লস্কর-ই-তৈবা জঙ্গী৷
কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দুই লস্কর-ই-তৈবা জঙ্গীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সামগ্রী৷ এর মধ্যে রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক৷ বৃহস্পতিবার অনন্তনাগের সিরহামায় জঙ্গীদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পায় নিরাপত্তাবাহিনী৷ এরপরই রাতেই তারা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে৷