ইতিমধ্যেই চালু হয়ে গেছে কলকাতার লাইফলাইন মেট্রো। বাড়ছে যাত্রীর চাপ। ভিড় সামাল দিতে এবং নয়া নিয়ম-কানুন রক্ষা করতে এবার বাড়ছে মেট্রোর সংখ্যা। আগামী সোমবার থেকেই বাড়তে চলেছে মেট্রো রেক। এমনকি বাড়ছে শেষ মেট্রোর সময় সীমাও।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রতিদিন মেট্রোর ই-পাস পেতে অসংখ্য আবেদন জমা পড়ছে রোজ। তাই যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এবং কোভিড সংক্রমণ যাতে না ছড়ায় সেইসব বিবেচনা করেই মেট্রোর সংখ্যা এবং সময়সীমা বাড়ানো হচ্ছে।
গত ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হয়েছে মেট্রো রেল পরিষেবা। নিউনরম্যালে কোভিড গাইডলাইনের নতুন বিধি মেনে যাত্রীরা সফর করছেন মেট্রোতে। সুরাহা হয়েছে নিত্যযাত্রীদের। সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট দূরত্ববিধি মেনেই চলছে যাতায়াত। কিন্তু ক্রমাগত বাড়ছে যাত্রীদের চাপ। গত কয়েকদিনে যাত্রীদের বিশেষ করে অফিস যাত্রীদের চাপ এতটাই বেড়েছে যে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে শেষ মেট্রোর সময়সীমাও।
বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ১১০টি মেট্রো চলে। অর্থাৎ আপে ৫৫টি এবং ডাউনে ৫৫টি। তবে শোনা গিয়েছে, সোমবার থেকে মোট ১১৬টি মেট্রো চালানো হবে। অর্থাৎ আপে ৫৬টি এবং ডাউনে ৫৬টি মেট্রো চলবে। পরিবর্তন হচ্ছে শেষ মেট্রোর সময়সূচিতেও। সন্ধে সাতটার বদলে নোয়াপাড়া এবং কবি সুভাষ দু’প্রান্তের দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সাড়ে সাতটার পর। অর্থাৎ সাতটার পর থেকে ১০ মিনিট অন্তর তিনটি মেট্রো চলবে ৭.১০, ৭.২০ এবং ৭.৩০ মিনিটে। রাত আটটার পর দু’প্রান্তের দুই স্টেশনে শেষ মেট্রো ঢুকবে।