কোভিড ও লকডাউনের ধাক্কা যেন কিছুতেই সামলে উঠতে পারছে না দালাল স্টিট! এর আগে সপ্তাহের প্রথম দিনেই ধস নেমেছিল ভারতীয় শেয়ার বাজারে। যার জেরে ৪ লক্ষ ৫৮ হাজার কোটি টাকারও বেশি হারিয়েছিলেন লগ্নীকারীরা। বৃহস্পতিবার সকালেও ফের বাজার খোলার পরেই ধস নামে শেয়ার বাজারে। দুপুর অবধি শেয়ার সূচকের নিম্নগতি অব্যাহত থাকে। এদিন বেলা দু’টো বেজে পাঁচ মিনিটে সেনসেক্স ১০০৭ পয়েন্ট নেমে ৩৬,৬৬০- এর ঘরে পৌঁছায়। অন্যদিকে নিফটিও ২৬৫ পয়েন্ট নেমে পৌঁছায় ১০,৮৬৭-র ঘরে। গত ৪ আগস্টের পরে এই প্রথম নিফটি ১১ হাজারের নীচে নামল।
তবে আগামী দিনে শেয়ার সূচক আরও নীচে নামতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। কারণ ইউরোপের কয়েকটি শহরে নতুন করে ছড়াচ্ছে কোভিড সংক্রমণ। এর ফলে সেখানে নতুন করে লকডাউন হতে পারে। তাছাড়া বিভিন্ন পশ্চিমী দেশের অর্থনীতির হাল এমনিতেই ভাল নয়। এর ফলে আমাদের দেশে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। আইআইএফএল সিকিউরিটিজের গবেষণা শাখার প্রধান অভিমন্যু সোফাত বলেন, ‘আগামী দিনে শেয়ার বাজার আরও পড়তে পারে। স্কটল্যান্ড ও ব্রিটেন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা লকডাউন করার কথা ভাবছে। আরও কয়েকটি দেশ লকডাউন করতে পারে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নার্ভাস হয়ে পড়েছেন।’