গতকালই মাদক যোগে সারা এবং দীপিকাকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যার জেরে তড়িঘড়ি মুম্বই ফিরলেন বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী সারা আলি খান এবং দীপিকা পাড়ুকোন। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে পা রাখেন সারা। আর কিছুক্ষণ পরেই চার্টার্ড প্লেনে মুম্বইয়ে নামবেন দীপিকা। সূত্রের খবর, পরিচালক শকুন বাত্রার ছবির শুটিংয়ে গোয়া গিয়েছিলেন তিনি। সারাও গোয়ায় গিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে।
এনসিবি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল, শুক্রবারই এনসিবি দফতরে হাজিরা দেবেন দীপিকা। দীপিকা ছাড়াও রকুল প্রীত সিংহও শুক্রবার এনসিবি দফতরে হাজির হবেন। শ্রদ্ধা এবং সারাকে ডাকা হয়েছে শনিবার। এভাবে একের পর এক নায়িকাকে এনসিবি তলব করায় থমথমে গোটা বলিউড। তারকাদের ইনস্টা থেকে ফেসবুক, স্ন্যাপচ্যাট থেকে টিন্ডার কার্যত চুপ।
এনসিবি সূত্রে খবর, রকুল এবং সারার নাম প্রথম বার এনসিবি’র কাছে ‘ফাঁস’ করেন রিয়াই। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই রকুল, সারা এবং রিয়াই কিন্তু একসময় খুব ভাল বন্ধু ছিলেন। বহু বার একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন ওঁরা। মাঝেমধ্যেই সুশান্তের লোনাভালার ফার্মহাউজে পার্টি থেকে শুরু করে একসঙ্গে ঘুরতে যাওয়া, সবই চলত তাঁদের মধ্যে। বলিউডের একাংশ বলছে, ওই পার্টিই ছিল নাকি ‘ড্রাগের আখড়া’। মদ-গাঁজা তো ছিলই, একই সঙ্গে চলত নানা নিষিদ্ধ মাদক। সত্যিই কি তাই? খতিয়ে দেখছে এনসিবি।
তবে শ্রদ্ধার নাম কিন্তু রিয়া নেননি। তাঁর প্রসঙ্গ টেনে আনেন সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা। সেই জয়া সাহা যিনি রিয়াকে লিখেছিলেন, “সুশান্তের চায়ে কয়েক ফোঁটা মিশিয়ে দাও, ফল পাবে।” জানা গিয়েছিল জয়া সিবিডি অয়েল মেশানোর কথা বলছিলেন রিয়াকে। সিবিডি অয়েল আদপে গাঁজা থেকে নিঃসৃত এক ধরনের তেল জাতীয় পদার্থ। জয়া জেরায় জানিয়েছেন, শুধু সুশান্ত বা রিয়াই নন, বলিউডের অনেক স্টারকে ওই ‘সিবিডি অয়েল’ কিনে দিয়েছিলেন তিনি। যাঁদের মধ্যে এক জন হলেন শ্রদ্ধা কপূর।
আর দীপিকা? সূত্রের খবর, সেখানেও পরোক্ষে জয়ারই ‘হাত’। দীপিকার ম্যানেজার করিশ্মা আবার জয়ার খুব ভাল বন্ধু। একটি হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবি’র হাতে আসে গত সোমবার। চ্যাটটি পুরনো। ২০১৭ নাগাদ। সেই চ্যাটেই দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিক বার কথা চালাচালি হয়েছে। কখনও ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কিনা জিজ্ঞাসা করছেন। আবার কখনও বা ‘কে’ তাঁকে (ডি’কে) গাঁজার হদিশ দিচ্ছেন। বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা নিজেই। আর ‘কে’ হলেন করিশ্মা। এনসিবি-র নজরে রয়েছে বছর তিনেক আগে দীপিকা-সহ বলিউডের বেশ কয়েক জন নামজাদা অভিনেতার ক্লাব ‘কোকো’-তে একটি পার্টির ঘটনা। বলিউডের অন্দরের খবর, ওই পার্টির জন্যই ‘কে’-র কাছে গাঁজার খবর জানতে চাইছিলেন ‘ডি’।