আইপিএল টুর্নামেন্টের কমেন্ট্রি করার জন্য মুম্বইয়ে এসেছিলেন। সেখানেই আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোনসের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর। জানা গিয়েছে, আইপিএলের কমেন্ট্রির জন্য মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন এই প্রাক্তন অজি ক্রিকেটের। সেখানেই এদিন দুপুর ১২ টার পর হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টস একটি বিবৃতি দিয়ে ডিন জোনসের মৃত্যুর বিষয়ে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস মারা গিয়েছেন। মুম্বইয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে আমরা সবাই রয়েছি। তাঁদের আমরা গভীর সমবেদনা জানাই। পরবর্তী পদক্ষেপের জন্য অস্ট্রেলীয় হাই কমিশনের সঙ্গে আমরা তৎপরতার সঙ্গে কথা বলছি।”
সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, “ক্রিকেটের অন্যতম সেরা অ্যাম্বাসেডর ছিলেন ডিন জোনস। দক্ষিণ এশিয়া জুড়ে ক্রিকেটের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে আনার ক্ষেত্রেও অনেক কাজ করেছেন তিনি। উনি একজন চ্যাম্পিয়ন এবং বিখ্যাত ধারাভাষ্যকার ছিলেন। ওনার মৃত্যুতে লক্ষ লক্ষ ক্রিকেট সমর্থকরা দুঃখিত। আমাদের তরফে ওনার পরিবারের প্রতি সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করি।”