করোনার থাবায় প্রাণ গেল কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের পূর্বতন সচিব শেখর বসু।তিনি ছিলেন দেশের পরমাণু সাবমেরিন ‘আইএনএস অরিহন্ত’-এর মূল স্থপতি। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বয়স হয়েছিল ৬৭।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিশিষ্ট বিজ্ঞানী ও ‘ইন্টার- ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ত অ্যাস্ট্রোফিজিক্স (আয়ুকা)’-র অধিকর্তা অধ্যাপক সোমক রায়চৌধুরী বলেন, ‘‘শেখরবাবু অরিহন্তের রূপকার ছিলেন। পাশাপাশি পরমাণু শক্তিমন্ত্রকে থাকাকালীন তিনি ‘সার্ন’-এর প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনায় এবং মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধান সংক্রান্ত প্রকল্প ‘লাইগো’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’’
তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট কণাপদার্থবিজ্ঞানী নবকুমার মণ্ডল জানিয়েছেন, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র শেখর মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক)’-এ। পরে বার্ক-এর অধিকর্তা হন। কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত বার্ক-এর অধিকর্তার দায়িত্বেই ছিলেন।