কিছুদিন আগেই অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা ১৬ বছরের এক কিশোরীকে থানা থেকেই অপহরণ করে তাঁকে লাগাতার ধর্ষণ করার ঘটনা ঘটেছিল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এবার তার চেয়েও ভয়াবহ ঘটনা ঘটনা ঘটল আর এক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। সেখানে থানায় নিয়ে আসা অভিযুক্ত যুবতীকে থানাতেই গণধর্ষণ করল মনোহরলাল খট্টর সরকারের পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনিপতে৷
জানা গিয়েছে, দুই পুলিশ কর্মীকে হত্যায় অভিযুক্ত দুই মহিলা বন্দী ছিলেন জেলে৷ কিন্তু সেখানেও সেই অভিযুক্ত মহিলা বন্দীদের ছাড় দেওয়া হল না৷ আর নক্কারজনক সেই গণধর্ষণ করল পুলিশরাই! তবে এই ঘটনার কথা জানাজানি হতেই ওই মারাত্মক দুষ্কর্মের সঙ্গে যুক্ত একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই পুলিশের এই কুকীর্তির ঘটনা সামনে আসে৷ অভি়যুক্ত তিন পুলিশ কর্মীর নাম সঞ্জয়, রাধে ও সন্দীপ৷
ডিএসপি রবিন্দর বলেছেন, এই বিষয়ে নিগৃহীতা ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ – এ ধারায় বয়ান দায়ের করেছেন৷ তাঁর মেডিক্যাল টেস্টও হয়েছে৷ তবে তাতে গ্যাংরেপের প্রমাণ পাওয়া যায়নি৷ কিন্তু তবুও মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশকর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে৷ জেলের মধ্যে থাকা যুবতীর মা অভিযোগ করেন তাঁর মেয়ের সঙ্গে থানার মধ্যেই গ্যাংরেপ হয়েছে৷ অভিযোগকারিনী আদালতেও পিটিশন দায়ের করেছেন৷ তবে তা খারিজ হয়ে গেছে৷ কারণ তাঁদের বিরুদ্ধে দুই পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে৷