বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে সরগরম দেশ। সুশান্তের মৃত্যুতে তাঁর কোনও হাত রয়েছে কিনা সেই ঘটনার তদন্ত শুরু করার পরে আর্থিক তছরুপের ঘটনা পেরিয়ে এখন তদন্তের মূল সূত্র আটকে বলিউডের মাদক যোগে। একের পর এক নাম বেরিয়ে আসছে এই ঘটনায়। আর এই কাণ্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন বাইকুল্লা জেলে। এই অবস্থায় বাংলার মেয়ের সমর্থনে কংগ্রেস মিছিল করল কলকাতায়।
শনিবার প্রদেশ কংগ্রেস দফতর থেকে ওয়েলিংটন পর্যন্ত একটি মিছিল করেন কংগ্রেস কর্মীরা। মিছিলের সামনে যে ব্যানার ছিল, তাতে লেখা ছিল ‘বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।’
মিছিলের নেতৃত্বে ছিলেন বিধানসভায় কংগ্রেসের চিফ হুইপ তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী, বিধায়ক অসিত মিত্র, ঋজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, প্রীতম ঘোষ, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ প্রমুখ। বহু কংগ্রেস সমর্থক পা মেলান এই মিছিলে। তাঁদের অভিযোগ, ইচ্ছে করে সম্পূর্ণ রাজনৈতিক কারণে বাঙালি মেয়ে রিয়া চক্রবর্তীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এটা তাঁরা কিছুতেই হতে দেবেন না। একদিকে যখন বিহারে সুশান্তের সমর্থনে পোস্টার লাগিয়েছে বিজেপি, তখন বাংলায় রিয়ার সমর্থনে এগিয়ে এল কংগ্রেস।