করোনা পর্বের একেবারে শুরু থেকেই দেশের নিম্নগামী অর্থনীতি নিয়ে মোদী সরকারকে বারবার নিশানা করেছেন রাহুল গান্ধী। শনিবার টুইটারে ফের একবার দেশের অর্থনীতি ও করোনার বিরুদ্ধে সরকারের অপরিকল্পিত লড়াইকে হাতিয়ার করে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। দেশের জিডিপির পতন, দেশবাসীর রোজগার নিয়ে সরব হওয়ার পাশাপাশি তাঁর দাবি, করোনার বিরুদ্ধে সরকারের ‘সুপরিকল্পিত লড়াই’ ভারতকে রসাতলে পাঠিয়েছে।
শনিবার টুইটে চারটি ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রে মোদী সরকারকে রীতিমত আক্রমণ শানান রাহুল। তিনি লেখেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে মোদী সরকারের সুপরিকল্পিত লড়াই ভারতকে রসাতলে পাঠিয়েছে। ১. ভারতের ইতিহাসে সর্বপ্রথম ২৪ শতাংশ পতন ঘটেছে জিডিপিতে। ২. দেশের ১২ কোটি মানুষের চাকরি গিয়েছে। ৩. ১৫.৫ লক্ষ কোটি টাকার অতিরিক্ত তৈরি হয়েছে।’ পাশাপাশি চতুর্থ পয়েন্টে দেশের বর্তমান করোনা পরিস্থিতিও রাহুল তুলে ধরেছেন নিজের টুইটারে। যেখানে তিনি লেখেন, ‘বর্তমানে প্রতিদিন ভারতে বিশ্বের মধ্যে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। অথচ সরকার এবং সংবাদমাধ্যমের দাবি, সবকিছু বহাল তবিয়তে রয়েছে।’