শত প্রতিবাদেও অনড় কেন্দ্র। যার ফলে রবিবার দেশজুড়ে হতে চলেছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। ইতিমধ্যেই রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে শনিবারের লকডাউন প্রত্যাহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছতে যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, তার জন্য চালু থাকছে মেট্রো রেল পরিষেবা।
রবিবার অ্যাডমিড কার্ড দেখিয়ে অভিভাবকের সঙ্গে মেট্রোয় উঠতে পারবেন পরীক্ষার্থীরা। কলকাতা ও ইস্ট-ওয়েস্ট, দুই মেট্রো পরিষেবাই মিলবে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত প্রতি ১৫ মিনিট অন্তর মোট ৩৭ জোড়া মেট্রো চালানো হবে। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। এই রুটে অবশ্য প্রতি রবিবার পরিষেবা বন্ধ থাকে। ব্যতিক্রম নিটের দিন। তবে এই রুটে ভিড় বিশেষ না থাকায় কোনও ই-পাসের বন্দোবস্ত থাকছে না।
ভিন জেলা বা রাজ্য থেকে কলকাতায় আসা নিট পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের জন্য রাত্রিবাসের বিশেষ ব্যবস্থা করেছেন তৃণমূল সাংসদ তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ডাক্তার শান্তনু সেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, কলকাতায় আইএমএর গেস্ট হাউসে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। থাকছে বিশেষ ছাড়ের সুবিধা। এই পরিষেবা পেতে ১১ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধে ৬টার মধ্যে ৮২৪০৭-১৬৩৫০ এই নম্বরে মেসেজ পাঠাতে হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।
এছাড়াও একাধিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক দলের তরফে পড়ুয়াদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। রবিবার বাড়তি পাবলিক ট্রান্সপোর্ট রাস্তায় রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এক একটি পরীক্ষাকেন্দ্রে ৪০ জন ছাত্রছাত্রীর বদলে পরীক্ষা দেবেন ১২ জন ছাত্র-ছাত্রী। নিট পরীক্ষার জন্য কলকাতার ৬৬ টি পরীক্ষা কেন্দ্রে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মেনে প্রতিটি পরীক্ষা কেন্দ্র কীভাবে পরীক্ষার্থীরা ঢুকবেন, ক্লাস রুমগুলো কীভাবে স্যানিটাইজ করা হচ্ছে তা নিয়ে আলোচনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।