উদ্ধার হল হুগলির উত্তরপাড়ার নিখোঁজ নিট পরীক্ষার্থীর নিথর দেহ। তিনদিন বাদে শুক্রবার গঙ্গায় ভাসতে দেখা যায় ওই যুবকের দেহ। ছেলের মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েছে মণ্ডল পরিবার।
জানা গিয়েছে, এদিন সকালে গঙ্গায় একটি দেহ ভাসতে দেখেন ওই এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই তাঁরা খবর দেয় পুলিশে। উত্তরপাড়া থানার তরফে দেহটি উদ্ধারের পর খবর দেওয়া হয় নিখোঁজ অভীক মণ্ডলের বাড়িতে। পরিবারের সদস্যরা গিয়েই শনাক্ত করে ওই নেট পরীক্ষার্থীকে।
প্রসঙ্গত, অভীক মণ্ডল নামে উত্তরপাড়ার এই যুবক চলতি বছরে উচ্চ মাধ্যমিকে ৯৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। তারপর সে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মাইক্রোবায়োলজিতে অনার্স নিয়ে ভরতি হয়। তবে তাঁর লক্ষ্য ডাক্তারি পড়া। তাই রবিবার, ১৩ তারিখ, NEET’এর জন্য প্রস্তুতি নিয়েছিল। মঙ্গলবার দুপুরে বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসার পর বাবা, মা সকলকে চা করে খাওয়ায় অভীক। এরপর রাত আটটা নাগাদ মা, বাবাকে সে জানায় যে NEET’এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট বের করতে যাচ্ছে। মা ঝর্ণা মণ্ডল ছেলের সঙ্গে যেতে চান। কিন্তু অভীক জানায়, ১৫ মিনিটের মধ্যে সে ফিরে আসবে, মায়ের যাওয়ার দরকার নেই।
কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় সাইবার ক্যাফেতে গিয়ে বাবা জিজ্ঞাসাও করেন, ছেলে এসেছিল কিনা। ক্যাফে মালিক তাকে জানান অভীক সাড়ে আটটা নাগাদ প্রিন্ট আউট নিয়ে চলে গেছে। এই খোঁজাখুঁজির মাঝেই অভীকের সাইকেলটি বারো মন্দির গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়।
তার ফোনের সমস্ত হোয়াটস অ্যাপ মেসেজ মুছে দিয়েছে। এর আগেও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেও সমস্ত হোয়াটস অ্যাপ মেসেজ ডিলিট করে দিয়েছিল অভীক, এমনই জানিয়েছেন অভীকের বাবা। তবে কী এই ডিলিট করা মেসেজেই লুকিয়ে আসল রহস্য? রহস্যের শিকড়ে পৌঁছনোর চেষ্টায় তদন্তকারীরা। কিন্তু কেন প্রাণ গেল তরতাজা যুবকের? আত্মঘাতী হয়েছেন ওই মেধাবী ছাত্রী নাকি খুন করা হয়েছে তাঁকে? কারণই বা কী, এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে উত্তরপাড়া থানার পুলিশ।