গুরুতর অসুস্থ মন্ত্রী নির্মল মাজি। বৃহস্পতিবার সকালে তাঁকে ভর্তি করা হয়েছে বাঙুর হাসপাতালে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল টিম।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালেই ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি। আচমকা মাথার যন্ত্রণা শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসাপাতালে। সেখানে সিটিস্ক্যান করা হয় মন্ত্রীর। রিপোর্ট এলে জানা যায়, তাঁর মাথায় রক্তক্ষরণ শুরু হয়েছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ‘সাবডুয়াল হেমাটোমা’। চিকিৎসকরা জানান, দ্রুত তাঁর অস্ত্রোপচার করতে হবে। এরপরই ৮ চিকিৎসককে নিয়ে একটি টিম গঠন করা হয়। সেই টিমে রয়েছেন কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নিউরো সার্জেন, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, ও অ্যানাসথেসিস্ট।
বাঙুর হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল নির্মলবাবু। মন্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। সেই সঙ্গে কাজের চাপও ছিল প্রবল। কারণ, কলকাতা মেডিক্যাল কলেজের করোনা চিকিৎসার ভার ছিল তাঁর উপরই।