করোনা আতঙ্ক কাটিয়ে অবশেষে আর ১৬ দিন পরেই শুরু হতে চলেছে ২০২০-র আইপিএল। এদিকে, দেশে লকডাউন জারি থাকায় শেষ চার-পাঁচ মাস ধরে কেউই প্রস্তুতির সময় পাননি। ম্যাচ খেলা দূরে থাকুক, নেটেও ব্যাট করার সুযোগ পাননি অনেকে। এদিকে, মাঠে নামতে হাতে বাকি আর মাত্র কয়েক দিন। তাই খুব শীঘ্রই দলকে তৈরি করতে প্রস্তুতির ভঙ্গি পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। নেটের পরিবর্তে, শুরু হল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্র্যাক্টিস।
কী এই পদ্ধতি? বিভিন্ন জুটিতে ভাগ করে দেওয়া হয় ক্রিকেটারদের। ম্যাচের মতোই ফিল্ডার সাজিয়ে বোলার ও ব্যাটসম্যানদের নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়। বোলারকে হয়তো বলা হল, এই ওভারে দশ রানের বেশি দেওয়া চলবে না। ব্যাটসম্যানদের বলা হল, প্রত্যেক ওভারে দশ রানের উপরে চাই। ম্যাচে এ ধরনের পরিস্থিতি তৈরি হবেই। আর তাই প্লেয়ারদের মানসিকতা পরীক্ষা করে নেওয়ার জন্যই আমিরশাহিতে নাইট শিবিরে চালু হল এই প্রস্তুতি।
এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির তাপমাত্রার সঙ্গেও মানিয়ে নিচ্ছে দল। ভারতীয় সময় সন্ধ্যে ৭:৩০-এ শুরু হবে ম্যাচ। যা মরুদেশে সন্ধ্যা ৬টা। সে সময় নাকি বল দেখতে সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। কয়েকটি ম্যাচ দুপুরেও থাকবে। দলের সহকারী কোচ অভিষেক নায়ারের কথায়, ‘‘এখানে সন্ধ্যা ছ’টায় ম্যাচ শুরু হবে। গোধূলিবেলায় বল দেখতে সমস্যা হয়। আলো কমে যাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে সবাইকে।’’ যোগ করেন, ‘‘মাঝেমধ্যে ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাচ্ছে। এই পরিস্থিতির সঙ্গে যারা দ্রুত মানিয়ে নেবে, তারাই সফল হবে।’’
নাইট শিবিরও যে রকম ফুরফুরে মেজাজে, সেরকমই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তিনি বিরাট কোহলি অধিনায়কত্বে আরসিবি-র হয়ে খেলবেন। অধিনায়ক তাঁর প্রচেষ্টায় খুশি। আরসিবি-র ওয়েবসাইটে এক ভিডিওতে বিরাট বলেছেন, ‘‘শাহবাজ খুব ভাল বল করছে।’’ শাহবাজ নিজেও ভারতীয় অধিনায়কের কাছ থেকে পরামর্শ চেয়ে নিচ্ছেন। বুধবার একটি ভিডিয়ো প্রকাশ করে আরসিবি। সেখানে বাঁ-হাতি স্পিনার–অলরাউন্ডার শাহবাজ বলেন, ‘‘মরুদেশের উইকেট খুব মন্থর। তবে স্পিনারদের বল ঘুরছে। তাই বিরাট ভাই খুব ভাল করে পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে।”