করোনা আবহের মধ্যেই নেট-জেইই পরীক্ষার দিন ঘোষণা নিয়ে বিগত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছে দেশের বিরোধী দলগুলি৷ তবুও কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সব বিরোধীদের সমালোচনাকে উপেক্ষা করেই শুরু হয়েছে জয়েন্ট্র পরীক্ষা৷ এবার এই অতিমারির পরিস্থিতিতে গণ পরিবহন ব্যবস্থা মসৃণ না থাকায় রাজ্যের ৭৫ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি বলে অভিযোগ আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বর্তমান অতিমারি পরিস্থিতি ও গন পরিবহন ব্যবস্থা মসৃণ না হওয়ায় রাজ্যের ৭৫ শতাংশ পরীক্ষার্থী গতকাল থেকে শুরু হওয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারেননি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। আজ নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা-সহ অনেক রাজ্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানালেও তা মানা হয়নি।
তিনি জানিয়েছেন, যে সব পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসতে পারলেন না, তাঁদের জীবনের কথা মাথায় রেখে এই বিষয়ে আরও একবার ভেবে দেখা উচিত ছিল। তাই আরও একবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। তবে এবারও মুখ্যমন্ত্রীর অনুরোধকে কতটা মান্যতা দেবে কেন্দ্র, তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলেই।