বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভদ্রক জেলায়। মধ্যরাতেই বেশ কিছু জেলায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ওড়িশার মূল কয়েকটি নদী যেমন বৈতরণী, ব্রাহ্মণী, সুবর্ণরেখা এবং বুধাবালাঙ্গা নদীতে জলের মাত্রা বেড়েছে অস্বাভাবিক হারে। বিপদসীমার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে এইসব নদীর জলের মাত্রা।
গত তিনদিনে প্রবল বৃষ্টি এবং বন্যায় উড়িষ্যায় মৃত্যু হয়েছে সাতজনের। এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। আইএমডি পূর্বাভাস দিয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় ছত্তিশগড় এবং উড়িষ্যার পশ্চিম ভাগে ভারী বৃষ্টি হবে। এর ফলে মহানদীতে জলের মাত্রা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হবে। তবে কেবল ছত্তিশগড় বা উড়িষ্যা নয় আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচদিন উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ঝেঁপে বৃষ্টি হবে।
বৈতরণী নদীতে ক্রমশ বাড়ছে জলের মাত্রা। ভদ্রক জেলার প্রায় সব এলাকায় জলমগ্ন হয়েছে। ডুবে গিয়েছে একরের পর একর চাষের জমি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছিএ এনডিআরএফের দল। সেই সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে উড়িষ্যা ডিজাস্টার রিলিফ ফোর্স (ওডিআরএফ)। জলমগ্ন এলাকা থেকে অসংখ্য মানুষকে উদ্ধার করে ইতিমধ্যেই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।