২০১৮ সালেই ভারতের ওয়ানডে ও টি-২০ দল থেকে বাদ পড়েছিলেন। তারপর থেকে আর দেশের হয়ে নীল জার্সি গায়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি অজিঙ্ক রাহানে। এমনকি বিশ্বকাপ দলেও সুযোগ হয়নি তাঁর। এই বিষয়ে দিল্লী ক্যাপিটালসের অন্যতম স্তম্ভ বিশ্বাস করেন, আইপিএলে ভাল খেলে সীমিত ওভারের ক্রিকেট দলে তিনি ফিরতে পারেন। তবে রাহানে জানিয়েছেন, বাদ পড়ার সময় তিনি যথেষ্ট ভাল ছন্দেই ছিলেন।
গতকাল কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহানে বলেছেন, ‘‘সাদা বলের ক্রিকেটে আবার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছি। যখন দল থেকে বাদ পড়েছি, তখন কিন্তু আমি খারাপ ছন্দে ছিলাম না। বলা যেতে পারে, ভাল ছন্দে ছিলাম। অনেকেই হয়তো আমার স্ট্রাইক রেট ও গড় নিয়ে প্রশ্ন তুলবেন। সেটাও কিন্তু খারাপ ছিল না। কে কী বলছে তা নিয়ে ভাবতে চাই না। নিজের উপর যথেষ্ট আস্থা রয়েছে। আইপিএলে ভাল খেলেই দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাক করতে চাই।’’
গত বার রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতেন রাহানে। এ বার দিল্লী ক্যাপিটালস দলে তাঁকে আদৌ ওপেনারের ভূমিকায় দেখা যাবে কি না প্রশ্ন থাকছে। দিল্লীর হয়ে ওপেন করেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। এ ছাড়াও রয়েছেন হেটমায়ারের মতো তারকা ব্যাটসম্যান। কত নম্বরে ব্যাট করতে চান রাহানে? তাঁর উত্তর, ‘‘এখনও সবাই নিভৃতবাসে। কেউ জানি না, দলের পরিকল্পনা কী। যদি আমাকে পাঁচ অথবা ছয় নম্বরেও ব্যাট করতে বলা হয়, আমি রাজি। দলের স্বার্থে যে কোনও পজিশনে ব্যাট করব।’’