করোনা আবহ কাটিয়ে আগামী বছরের টোকিও অলিম্পিক্সে ১০০ মিটার ইভেন্টকে পাখির চোখ করছেন দ্যুতি। সেখানে সাফল্য পাওয়ার জন্য দেশের দ্রুততম মহিলা অ্যাথলিটের প্রেরণা ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। ভুবনেশ্বর থেকে কলকাতা এসেছেন। শনিবার এই শহরেই ইন্টারনেটের মাধ্যমে ভিডিয়ো-অনুষ্ঠানে রাষ্ট্রপতির থেকে অর্জুন পুরস্কার নেবেন ভারতের ‘স্প্রিন্ট রানি’ দ্যুতি।
এই ভারতীয় অ্যাথলিট বলছেন, ‘‘জীবনে প্রচুর ঘাত-প্রতিঘাতের মধ্যে মাথা তুলে চলার পথে অর্জুন পুরস্কার একটা জাতীয় স্বীকৃতি। এটা উৎসর্গ করছি তাঁদের, যাঁরা জীবনের প্রতি পদে লাঞ্ছনা, অসম্মানের শিকার। তবে এতেই সন্তুষ্ট হলে চলবে না। আমাকে টোকিও থেকে অলিম্পিক পদক নিয়ে ফিরতে হবেই।’’
এ প্রসঙ্গেই দ্যুতি জানান, ‘‘একটি টিভি চ্যানেলের ‘গেম শো’-তে আমি আর হিমা আমন্ত্রিত প্রতিযোগী ছিলাম। যার সঞ্চালক ছিলেন অমিতাভ বচ্চন স্যর। আমার কাহিনি শুনে তিনি বলে ওঠেন, ‘কখনও আত্মবিশ্বাস হারাবে না। আমাকেও অনেক প্রত্যাখ্যান সইতে হয়েছে। অলিম্পিক্স থেকে পদক পেলে তোমার সঙ্গে একদিন লাঞ্চ সারব। খুব আড্ডাও হবে।’’ এই বচ্চন কাহিনি ফাঁস করে দ্যুতির মন্তব্য, ‘‘ওঁর মতো এক জন কিংবদন্তির সঙ্গে লাঞ্চে যাওয়াটা অলিম্পিক্স পদকের জন্য বাড়তি প্রেরণা”।
টোকিও অলিম্পিক্সে জন্য মেয়েদের ১০০ মিটারে যোগ্যতা অর্জনের নির্ধারিত সময় ১১.১৫ সেকেন্ড। দ্যুতি বলছেন, ‘‘অনুশীলনে তো কখনও কখনও ১১.০২ সেকেন্ডেও শেষ করছি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!’’