দিদিই মুশকিল আসান! তরী পার করবেন তিনিই। জনসাধারণকে এমনই ভরসা জুগিয়ে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’র নামে নতুন প্রচার অভিযান শুরু করল তৃণমূল।
বৃহস্পতিবার রাতে সকলকে চমকে দিয়ে নয়া প্রচার অভিযানের এক ঝাঁ চকচকে ফিল্মি পোস্টার প্রকাশ্যে আনল তৃণমূল। আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনে জনতা। আর সেই পোস্টারের মাথার উপর লেখা ‘ম্যায় হুঁ না।’
কেন এই অভিনব পোস্টার? বাংলার মানুষ কেন বিপদে-আপদে দিদির উপর ভরসা করবেন তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই নয়া পোস্টার পোস্ট করে তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এই সময়ে দেশের মানুষ এক অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার এই পরিস্থিতিতে আমাদের ছাত্রদের আরও বিপদের মুখে ফেলে দিয়েছে। ছাত্রছাত্রীদের একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এই জ্বলন্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এগিয়ে এসেছেন। তিনি সত্যিকারের প্রত্যেকের নেত্রী!’
উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মীদের আত্মবিশ্বাস জোগাতে ‘হাম হ্যায় না’ বলে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহজাত মন্তব্য হলেও দলের এই নয়া ক্যাম্পেইন ‘ম্যায় হুঁ না’ যে আদতে একুশের নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতির অন্য এক ইঙ্গিত, তা টুইটেই স্পষ্ট। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের জনপ্রিয় সিনেমার নামেই ক্যাম্পেইনের নামকরণ করেছেন তাঁর প্রিয় ‘দিদি’।
জয়েন্ট-নিট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রথম থেকেই রণংদেহি মেজাজে ময়দানে নেমেছেন মমতা। বুধবারই সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে সাত অবিজেপি মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মমতাই ছিলেন মধ্যমণি। হুঁশিয়ারি দিয়ে বলেওছেন, পরীক্ষা স্থগিত না করলে সুপ্রিম কোর্টে যাবেন। প্রয়োজনে গণআন্দোলনও গড়ে তুলবেন! এবার এই নয়া পোস্টার প্রকাশ্যে এনে ছাত্রছাত্রীদের ভরসা জোগালেন যে তিনি রয়েছেন, তাদের জন্য লড়ে যাবেন।
রাজনৈতিক মহলের অন্দরের জল্পনা অনুযায়ী এই স্লোগান আর পোস্টার হয়তো টিম পিকের মস্তিষ্কপ্রসূত। উল্লেখ্য, তৃণমূলের প্রচার ও কৌশল নির্ধারণের দায়িত্ব প্রশান্ত কিশোরের হাতে যাওয়ার পরই প্রথম ক্যাম্পেইন ছিল, ‘দিদিকে বলো’। এবার বাংলার মানুষকে ভরসা জোড়াতে টিম পিকের আরও এক অস্ত্র যে ‘ম্যায় হুঁ না’, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন রাখে না!