মোট আক্রান্তের নিরিখে রাশিয়াকে পিছনে ফেলে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় এখন তৃতীয় স্থানে ভারত। তারপরেও রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা। এবার যেমন দেশে ফের লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা। সপ্তাহ দু’য়েক ৬০ হাজারের ঘরে ঘোরাফেরা করার পর বৃহস্পতিবার নতুন সংক্রমণ বেড়ে হয়েছিল ৭৫ হাজার। শুক্রবার হল ৭৭ হাজার। এই বৃদ্ধি এখনও অবধি সর্বোচ্চ। সঙ্গে দৈনিক মৃত্যুও গত কয়েক দিন ধরে এক হাজার ছাড়াচ্ছে। সঙ্গে সংক্রমণ হার আজ সাড়ে আট শতাংশ ছাড়িয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৭ হাজার ২৬৬ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। যার জেরে দেশের মোট আক্রান্ত হলেন ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৪৫১ ও ৪৪ হাজার ২৩৫ জন। অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি লোক করোনা আক্রান্ত হচ্ছেন। আবার গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৮.৫৭ শতাংশ। আর করোনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ১ হাজার ৩৩৮ জনের। যা গত কালের থেকে ২৩ হাজার কম।
কোভিডে আক্রান্ত ও মৃত্যু দু’টি তালিকাতেই শুরু থেকেই শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৭ লক্ষ ৩৩ হাজার ৭১১ জন, রোজ আক্রান্ত বাড়ছে প্রায় ১৫ হাজার করে।
দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত আজ চার লক্ষ ছাড়াল। তবে সেই রাজ্যে দৈনিক সংক্রমণ বৃদ্ধি আগের থেকে একটু কম হচ্ছে। কিন্তু অন্ধ্রপ্রদেশেও রোজ করোনা সংক্রমণ বাড়ছে দশ হাজারেও বেশি করে। সেখানে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯৩ হাজার ৯০ জন। চতুর্থ স্থানে থাকা কর্ণাটকেও রোজ ৯-১০ হাজার করে সংক্রমিত হচ্ছেন। উত্তরপ্রদেশও মোট আক্রান্ত দু’লক্ষ ছাড়িয়েছে।রাজধানী দিল্লীতে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৬০৪ জন।
অন্যদিকে, মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭ জনের। এ নিয়ে দেশে মোট ৬১ হাজার ৫২৯ জনের প্রাণ কাড়ল করোনা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৩ হাজার ৪৪৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৬ হাজার ৯৪৮ জন। তৃতীয় স্থানে থাকা কর্ণাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সংখ্যাটা ৪ হাজার ৩৬৯ জন। তবে দেশে কোভিড রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত মোট ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ১৭৭ জন।