আগে থেকেই মন্দায় ভুগছিল বাজার। এরই মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো সামিল হয়েছে করোনা ভাইরাস। আর এই জোড়া ধাক্কাতেই আইসিইউতে দেশের অর্থনীতি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তা সামাল দিতে ভারতের অর্থনীতিতে বিপুল সংশোধনের বার্তা দিয়েছে বিশেষজ্ঞ মহল। এমন অবস্থায় দাঁড়িয়ে দেশের ব্যাঙ্কগুলোকে সতর্ক করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ব্যাঙ্কগুলিকে সতর্ক করে তিনি বলেন, অতিরিক্ত ঝুঁকি এড়ানো প্রবণতা তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। এবং সাধারণ কাজগুলি যদি না করা হয় তবে উপার্জন করতে না পেরে যা আগামী দিনে বড়সড় বিপদের পড়তে হতে পারে বলে ব্যাঙ্কগুলোকে সতর্ক করলেন তিনি।
বৃহস্পতিবার বিজনেস স্ট্যান্ডার্ড তরফে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি ঋণ দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছে। সেটা না করে ব্যাঙ্কের উচিত ঝুঁকি নেওয়া। অন্যথায় আয় থেকে বঞ্চিত হবে ব্যাঙ্ক। অর্থ ব্যবস্থায় গতি আনতে গেলে ঋণ দেওয়া একান্ত প্রয়োজন। পাশাপাশি জালিয়াতির প্রসঙ্গে তিনি বলেন, দশের দাবি ব্যাংকের উচিত নিজেদের প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তন আনা। এবং কোন কোন ক্ষেত্রে তাদের দুর্বলতা সেগুলোকে চিহ্নিত করা। সাধারণ মানুষের কাছে আরো বেশি সহজলভ্য হওয়া উচিত ব্যাঙ্কগুলির। এমনটাও জানিয়েছেন শক্তিকান্ত দাস।