দেশজুড়ে বন্ধ স্কুল কলেজ। কিন্তু পড়াশোনা তো চলছেই। সারাদেশের এখন একমাত্র ভরসা অনলাইন ক্লাস। কিন্তু যাদের কাছে সেই সুযোগ নেই? অর্থাৎ অনলাইন প্রযুক্তি ও স্মার্ট ফোনের ব্যবহার থেকে বহুদূর রয়েছেন দেশের বেশিরভাগ পড়ুয়ারা। এরকমই বেশকিছু পড়ুয়ার সন্ধান পেয়ে তাদের প্রয়োজনীয় স্মার্ট ফোন দিলেন সোনু সুদ।
পড়ুয়ারা সোনুকে জানিয়েছেন তারা পড়াশুনা করার জন্য বহুদূর পায়ে হেঁটে পড়তে যেতেন কিন্তু সোনুর সাহায্যের পর এবার বাড়িতে বসেই পড়াশুনা করবেন তারা।
এক বন্ধুর সাহায্যে হরিয়ানার প্রত্যন্ত গ্রামে একাধিক পড়ুয়াকে স্মার্টফোন দিলেন সোনু। যাতে করে ওই পড়ুয়ারা নিশ্চিন্তে পড়াশুনা করতে পারেন। এদিন সোনু সেই ঘটনাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।