বায়ার্নের কাছে লজ্জাজনক হারের পরেই জল্পনা ছড়াতে শুরু করে এবার কি বার্সার সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছেন মেসি? এবার সেই জল্পনাতেই যেন পড়ল ঘৃতাহুতি! বার্সাকে চিঠি লিখলেন মেসি।
দীর্ঘ ২০ বছর পরে বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েই দিলেন লিয়োনেল মেসি। স্পেনীয় সূত্রে খবর, মঙ্গলবার বার্সা কর্তাদের ফ্যাক্স করেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তা খারিজ করে দিয়ে তাঁকে মুক্ত করে দেওয়া হোক, যাতে তিনি ফ্রি ফুটবলার হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে পারেন।
এই খবরে আলোড়িত বিশ্ব ফুটবল। মেসিকে নেওয়ার জন্য প্যারিস সাঁ জারমাঁ, ইন্টার মিলান, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবগুলি মুখিয়ে রয়েছে। এই অবস্থায় মেসির অনুরোধকে কীভাবে বার্সা কর্তারা গ্রহণ করেন, সেটাই দেখার।