১৯৯১-৯২ মরশুমে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিরিজেই অভিষেক হয়েছিল ওয়ার্নের। আর সেই টেস্টে অসাধারণ ১৪৮ রানের ইনিংস খেলে ম্যাচ বাঁচিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই তাদের প্রথম দেখা। তখন সচিনের বয়স ২১ বছর। ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট সিরিজে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ওয়ার্ন স্মৃতিরোমন্থন করতে গিয়ে মজার ছলে বললেন, সচিন তেন্ডুলকরকে শতরান করতে দেখে মনে হয়েছিল, ভারতীয় তারকার বয়স মাত্র ১০ বছর!
ওয়ার্ন বলেছেন, ‘‘যখন প্রথম সচিনকে দেখি, তখন ওর বয়স ২১। কিন্তু দেখতে ১০ বছরের ছেলের মতো লাগছিল। আমাদের সব বোলারকেই যথেচ্ছ পিটিয়েছিল। এটাই হচ্ছে সচিনের বিশেষত্ব। যেখানে দেখতে লাগে অতি সাধারণ। কিন্তু খেলে অবিশ্বাস্য ভঙ্গিতে!’’
সচিন কেন অসাধারণ, বোঝাতে গিয়ে ওয়ার্ন আরও বলেছেন, ‘‘এই ধরনের ক্রিকেটাররা একটা ভাল বল পেলে তা ফিল্ডারের হাতে মেরে নষ্ট করে না। বরং দুই ফিল্ডারের ফাঁক দিয়ে তা সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করে। তাতে বোলাররা চাপে পড়ে যায়। সচিন সেটাই করত।’’