দুবাই পৌঁছে বাধ্যতামূলকভাবে ছ’দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে প্রত্যেক খেলোয়াড়কে। তার মধ্যে হবে তিনবার কোভিড টেস্ট। হোটেলের রুমেই বন্দী বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা। সতীর্থদের সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রায় নেই বললেই চলে। হোটেলের রুমে কেউ কেউ শরীরচর্চা সেরে নিচ্ছেন। চলছে ভার্চুয়াল টিম মিটিং। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য কোয়ারেন্টাইন পর্বে বেশ খোশ মেজাজেই রয়েছেন। স্ত্রী, কন্যা সঙ্গে থাকায় কীভাবে সময় কেটে যাচ্ছে, সেটা বুঝতেই পারছেন না হিটম্যান। সকালে উঠে নিয়ম করে তিনি ওয়ার্কআউট করছেন। এক্ষেত্রে তাঁর সঙ্গী স্ত্রী রীতিকা।
প্রায় সাত মাস আগে রোহিত শর্মাকে দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে চোট পাওয়ায় সফরের মাঝ পথেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন হিটম্যান। সুস্থ হয়ে ফের ভারতীয় দলে ফেরার জন্য তৈরি ছিলেন তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় করোনা। তাই টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের মতোই আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হিসেবে আইপিএলের মঞ্চকে কাজে লাগাতে চান রোহিত। এই প্রতিযোগিতার অন্যতম সফল অধিনায়ক তিনি। গতবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স। তাই খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে রোহিতের সামনে।
মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিতের সঙ্গে সমানতালে ঘাম ঝরাচ্ছেন রীতিকাও। ছবির নীচে ক্যাপশনে লেখা হয়েছে, ‘স্ট্রংগার টুগেদার’। আসলে আবুধাবির প্রচণ্ড গরমে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হলে ফিট থাকাটা খুবই দরকার। আইপিএল শুরু হতে আর বেশি সময় বাকি নেই। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই জৈবিক সুরক্ষা বলয়ে প্রবেশ করার অনুমতি মিলবে। তার পরেই শুরু করা যাবে অনুশীলন। নেটে প্র্যাকটিসের জন্য নিজেদের ফিট করে তোলার কাজটা তাই এখন থেকেই শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা।