২০১৬ সালে ঢাকঢোল পিটিয়ে নিয়ে আসা হয়েছিল ২০০০ টাকার নোট। কিন্তু এবার কি সেই ২০০০-র নোট ছাপানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক? আরবিআই-র বার্ষিক রিপোর্টের তথ্য প্রকাশ্যে আসতেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে একটিও ২০০০ এর নোট ছাপায়নি শীর্ষ ব্যাঙ্ক। মাইসুরুতে আরবিআই-র ছাপাখানা থেকে একটিও পিঙ্ক নোট ছাপা হয়নি। কারণ হিসেবে জানানো হয়েছে, ২০০০ নোট ছাপানোর কোনও নির্দেশ আসেনি।
২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দির পর পুরনো ৫০০ ও ১০০০ এর নোট বাতিল করে নতুন ৫০০ ও ২০০০ এর নোট এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সে সময় ৬৩০ কোটি ১০০০ এর নোট বাতিল করা হয়েছিল। আর পরিবর্তে ৩৭০ কোটি ২০০০ টাকার নোট ছাপা হয়েছিল। যার মূল্য ছিল ৭৪০ লাখ কোটি। তবে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, বেশি মূল্যের নোট ছাপালে সহজেই নোট বাতিলের জেরে তৈরি হওয়া পরিস্থিতির মোকাবিলা করা যাবে।
কিন্তু, পরে জানা গেল, কম মূল্যের নোটের অপ্রতুলতার জন্য সমস্যা তৈরি হচ্ছে সাধারণের মধ্যে। এরপরই বেশি করে ছোট নোট ছাপানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ ব্যাঙ্ক । জোর দেওয়া হয় ২০০-র নোট ছাপানোর উপর। প্রসঙ্গত, গতবছর মার্চে রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ-প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ২০০০ এর নোট বন্ধ করার কোনও প্রশ্ন নেই। ২০০০ এর নোট বন্ধ করে ১ হাজারের কয়েন চালুর জল্পনাতেও জল ঢেলেছিলেন তিনি।