এবার ভারতীয় ফুটবল দলের অভ্যন্তরে হানা দিলো মারণ করোনা ভাইরাস। তবে সিনিয়র দলে নয়, ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে যেই দলটি খেলেছিল, তাঁদেরই মধ্যে একজন তরুণ খেলোয়াড় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। জানা গেছে, সেই ফুটবলারের নাম বোরিস সিং। গতকাল তাঁর করোনা টেস্টের ফল এসেছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে বোরিসই প্রথম করোনায় আক্রান্ত হলেন।
এর আগে প্রাক্তন ফুটবলাররা মারণ ভাইরাসে আক্রান্ত হলেও বর্তমান দলের কোনও ফুটবলারের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়নি। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে তিনটির মধ্যে দুটি ম্যাচে খেলেছিলেন ইম্ফলের এই ২০ বছর বয়সী ফুটবলার। কোভিড পজিটিভ আসার পরই মণিপুরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বোরিসকে। প্রসঙ্গত, আসন্ন আইএসএলে এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে বোরিসকে। এর আগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছেন বোরিস। তার পর ২০১৮ সালে তাঁকে এটিকের হয়ে সই করেন তিনি।
২০১৮ সালে স্পেনে অনুষ্ঠিত কোটিফ টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানো ভারতের অনূর্ধ্ব ২০ দলেও ছিলেন বোরিস। গতকাল তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বোরিসের করোনা টেস্ট পজিটিভ হওয়ার পরই তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন তিনি সেখানেই চিকিৎসাধীন থাকবেন। এছাড়াও, গত কয়েকদিন তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই নিজের বাড়িতে নিভৃতবাসে থাকতে বলা হয়েছে।