মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও। সদ্য বাবা হয়েছেন। তবে আইপিএলের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়লেন পান্ডিয়া। আর তারই ছবি ইন্সটাগ্রামে পোস্ট পান্ডিয়ার আর তাতে স্টিকার কমেন্ট করলেন স্ত্রী নাতাশা।
তার পরেই শুধু মাত্র শর্টস পরে দৌড়ানোর একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হার্দিক। আর তাতেই স্ত্রী নাতাশার ইমোজি কমেন্ট।
মাঠে দৌড়ানোর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক পাণ্ডিয়া লিখেছেন, “চলুন রাস্তায় এই শো করা যাক…” সঙ্গে তাঁর আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সকে ট্যাগ করে দিয়েছেন তিনি।
হার্দিকের এই পোস্টে নভদীপ সাইনি তাঁকে ‘বিস্ট’ বলে উল্লেখ করেছেন। আর স্ত্রী নাতাশা স্টানকোভি্চ সেখানে ইমোজির সিরিজ পোস্ট করলেন।