করোনা মোকাবিলায় শহরবাসীর হয়রানি কমাতে এবার নতুন বুকলেট প্রকাশ করলো কলকাতা পুরসভা। করোনা পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই বুকলেটেই। সমস্ত এলাকার স্থানীয় থানার ফোন নম্বর থাকবে এই বুকলেটেই। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার চিকিৎসকদের নাম ও ফোন নম্বর তালিকা আকারে লেখা থাকবে। পাশাপাশি প্রত্যেক এলাকার অভিজাত আবাসনগুলির প্রতিনিধিদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এই বুকলেটে। থাকবে নির্দিষ্ট এলাকার কাছাকাছি অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য ও ফোন নম্বরও।
এই প্রসঙ্গে এদিন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানান, “শহরের কোন মানুষ যাতে পরিষেবা থেকে বিরত না থাকে সেই কারণেই পুরসভার পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা। প্রধানত শহরের প্রবীণ নাগরিকরা যাতে কোনভাবেই অসহায়ত্ব বোধ না করেন সেই কারণে আগে থেকেই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রসচিব কে দিয়ে এই প্রস্তাব পাঠিয়ে ছিলেন। সেইমতো আলাপন বাবুর নির্দেশে এই বুকলেট তৈরি করা হয়েছে।”
তবে শুধুমাত্র বুকলেট প্রকাশ করেই ক্ষান্ত নেই কলকাতা পুরসভা। ইতিমধ্যেই শহরজুড়ে এর পোস্টার পড়তে শুরু করেছে কলকাতা পুরসভার তরফে। সেই পোস্টারে রয়েছে স্বয়ং পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোন অসুবিধার কথা জানানো যেতে পারে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে। সেই অসুবিধাগুলির গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা।