তৃণমূল আর মাওবাদী এক। একদা মাও মদতপুষ্ট জনসাধারনের কমিটির নেতাকে দলে টেনে তা প্রমান করে দিয়েছে তাঁরা”, বুধবার পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজার ও মানবাজার দু’নম্বর ব্লকে দলীয় কর্মসূচিতে গিয়ে শাসকদলকে এভাবেই অপমানজনক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়।
তিনি নাকি মানতে চান না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা। এমনকি প্রায় প্রতিদিন যে বিপুল সংখ্যক মানুষ রোজ বিজেপি ছাড়ছেন তাও অস্বীকার করেন তিনি।
রাজুর এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই নিন্দার ঢেউ আছড়ে পড়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, রাজুর বিরুদ্ধ যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে বলেই জানানো হয়েছে।