গত শনিবার, দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসের দিন সন্ধেবেলা আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন মাহি। ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের এই সিদ্ধান্তে হতভম্ব ক্রিকেটপ্রেমীরা। কারণ, গত তেরো মাসে তিনি অবসর সংক্রান্ত একটি শব্দও উচ্চারণ করেননি।
বিগত ১ বছর ধরে সকলেই ধোনির নীল জার্সি গায়ে বাইশগজে ফেরার জন্য প্রহর গুণছিলেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে এক ঝটকায় ইতি টানেন ধোনি। তবে ধোনিকে হয়তো ফের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে। শুনতে অবাক লাগলেও সেই সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল হচ্ছে। ধোনির বিদায়ী ম্যাচ আয়োজনের তোড়জোড় শুরু করে দিয়েছে বোর্ড। আইপিএলের সময় মাহির সঙ্গে এই বিষয়ে কথা হবে বলেও জানিয়েছেন বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা।
তিনি বলেছেন, “দেশের জন্য মাহি অনেক কিছু করেছে। ওর অবদান ভোলার নয়। ওকে কিছু ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। ওর জন্য একটা বিদায়ী ম্যাচ আয়োজন করতে চাইছি। আইপিএলের মঞ্চে ওর সঙ্গে কথা বলব। কিন্তু ও এর খেলতে চায় কিনা সেটাও দেখতে হবে। ও যদি নাও চায়, তবুও আমাদের তো কিছু একটা করতেই হবে। আমরা সেক্ষেত্রে ধোনিকে রাজকীয় সংবর্ধনাও দিতে পারি।”