আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি কাজে গতি আনতে অভিনব সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। বুধবার সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়ে দিলেন, আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও ব্যবসায়ী ট্রেড লাইসেন্স না পান তাহলে সংশ্লিষ্ট অফিসারের বেতন কাটা হবে।
জিতেন্দ্র এদিন বলেন, “নতুন লাইসেন্স সাত দিনের মধ্যে দেওয়ার নিয়ম। লাইসেন্স পুণর্নবীকরণের সময় পাঁচ দিন। এর থেকে দেরি হলেই ব্যবস্থা নেওয়া হবে। দিন প্রতি ১০০ টাকা করে মাইনে কাটা হবে সংশ্লিষ্ট অফিসারের।” পরিষেবা স্বচ্ছ ও গতিশীল রাখতেই এ হেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন আসানসোলের মেয়র।
আসানসোল কর্পোরেশনের লাইসেন্স বিভাগ নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ছিল মেয়রের টেবিলে। বারবার আধিকারিক, কর্মীদের বলেও ঝাঁকুনি দেওয়া যাচ্ছিল না। এবার তাই বেতন কাটার কথা বললেন মেয়র।
তিনি বলেন, “ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স সঠিক সময়ে না পেলে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগ খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্পোরেশন।”