করোনা সংক্রমণে ঠেকাতে রাতারাতি লকডাউন শুরু হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। আর তার ফলেই ভিনদেশে আটকে পড়েছিলেন প্রচুর পরিয়ায়ী শ্রমিক। এতদিন বাড়ি ফেরার তাগিদে দিন গুনছিলেন তাঁরা। অবশেষে রাজ্য সরকারের প্রচেষ্টায় ঘরে ফিরলেন উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকার বেশ কিছু মানুষ।
জানা গিয়েছে, বাড়ি ফিরতে চেয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অর্থাৎ জিটিএ-র কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা। এরপরই জিটিএ-র উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার নিজের বাড়িতে ফিরলেন দুবাইতে আটকে থাকা ৮৩ জন।
দুবাইয়ে আটকে পড়া অনেকেই দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের বাসিন্দা। যদিও আগেও বেশ কয়েকবার দুবাইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তবে এবার বিশেষ বিমানে করে দুবাইতে আটকে থাকা ৮৩ জন বুধবার বিমানে করে কলকাতায় পৌঁছন। এরপর বুধবার রাতে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। আজ সকালে শিলিগুড়ি পৌঁছন ওই শ্রমিকরা।