শিশির অধিকারীকে ফোন করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পনেরো মিনিট কথা হয় দু’জনের। যদিও এই দীর্ঘ সময়ে কোনও রাজনৈতিক বিষয়ে কথা হয়নি বলেই সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন শিশির বাবুর স্ত্রী গায়ত্রী অধিকারীর শারীরিক অবস্থা নিয়ে। বেশ কিছুদিন ধরেই গায়ত্রীদেবী অসুস্থ। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি নয়। সর্দি, জ্বর থাকায় তাকে ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সবাই। উদ্বেগের খবর এসে পৌঁছায় কালীঘাটেও। বিচলিত মুখ্যমন্ত্রী ফোন করেন শিশির অধিকারীকে।
বুধবারই গায়ত্রী দেবীকে নিয়ে আসা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এ প্রসঙ্গে শিশির বাবু বলেছেন, ‘আমার স্ত্রী অসুস্থ হওয়ায় আগে থেকেই হাসপাতালের ব্যবস্থা করেছিলাম। তবে মুখ্যমন্ত্রী ও সব ব্যবস্থা করেছেন। সাধ্য মতো সব করেছেন। ওঁর সঙ্গে আমার সম্পর্ক ভাই-বোনের মতো।’
অধিকারী পরিবার সূত্রে খবর গায়ত্রীদেবী এখন ভালো আছেন। সম্ভবত বৃহস্পতিবারই কাঁথির বাড়িতে ফিরে যেতে পারেন শুভেন্দু-দিব্যেন্দুর মা। শুভেন্দু অধিকারী নিজে এখন রয়েছেন পূর্ব মেদিনীপুরেই। অধিকারী বাড়ির কর্ত্রীর শারীরিক অসুস্থতা ঘিরে মুখ্যমন্ত্রীর তৎপরতায় আপ্লুত শিশিরবাবু । তিনি বলেন, ‘রাজনীতি নয়, তাঁর সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের। আর তা চিরদিনই থাকবে।’